• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০১৮, ০৭:৫৯ পিএম

দাগনভূঁইয়াতে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত

দাগনভূঁইয়াতে বাস-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের ৪জন নিহত

 

ফেনীর দাগনভূইয়ার দুধমুখা এলাকায় যাত্রীবাহী বাস ও অটোরিক্সার সংঘর্ষে একই পরিবারের নারী-শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। সোমবার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে  এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানায়, দাগনভূঁইয়া-বসুরহাট সড়কের দুধমুখা নামক স্থানে একটি যাত্রীবাহী বাস বসুরহাটগামী অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কোম্পানীগঞ্জের গাংচিল এলাকার শাহাজাহানের স্ত্রী খাদিজা বেগম (৪৫) , ছেলে শাকিল (১২), ভাতিজা মাহিম (০৩) নিহত হয়।

পরে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে সিএনজি চালক ইসমাইল নিহত হন। নিহত সিএনজি চালক ইসমাঈলের গ্রামের বাড়ি নোয়াখালির সেনবাগ এলাকায়।

এছাড়াও গুরুতর আহত অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং আরেকজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

দাগনভূইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহম্মদ পাঠান জানান, সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। পুলিশ বাসটিকে জব্দ করলেও চালক পলাতক রয়েছে।


এসসি/জেডএস