• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৩, ২০১৯, ০৫:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ০৫:৪৬ পিএম

নেত্রকোনায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নেত্রকোনায় বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রী (১১)। রোববার (২৩ জুন) দুপুরে কলমাকান্দার রংছাতি ইউনিয়নের একটি গ্রামে ছাত্রীটির নিজ বাড়িতে এই বিয়ের আয়োজন করা হয়েছিল।

কলমাকান্দার ইউএনও বলেন, ইউনিসেফের সহায়তায় বাল্যবিবাহ রোধ কার্যক্রম কর্মীদের মাধ্যমে খবর পেয়ে তিনি স্থানীয় মহিলাবিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার ও ইউপি চেয়ারম্যান তাহেরা খাতুনকে বিয়েবাড়িতে পাঠিয়ে বিয়েটি বন্ধ করেছেন। বাল্যবিবাহ দেওয়া অপরাধ ও এর কুফল সম্পর্কে মেয়েপক্ষের অভিভাবকদের বুঝিয়ে বিয়েটি বন্ধ করা হয়েছে। পাশাপাশি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাদের বিয়ে দেবেন না বলে অভিভাবকদের কাছ থেকে মুচলেকাও নেওয়া হয়েছে।

ইউএনও আরো বলেন, প্রথমে ইউনিসেফের সহায়তায় বাল্যবিবাহ রোধ কার্যক্রম কর্মীরা গিয়ে বুঝিয়ে বিয়েটি বন্ধ করতে চাইলেও ওই অভিভাবকরা বিয়েটি বন্ধ করেননি।

এনআই