• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০২:৫৭ পিএম

হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন

ফিঙ্গার সমস্যায় ভুগছেন শ্রমজীবী ভোটাররা

ফিঙ্গার সমস্যায় ভুগছেন শ্রমজীবী ভোটাররা

হবিগঞ্জ পৌরসভা উপ-নির্বাচনে প্রথম বারের মত ইভিএম- এ ভোটগ্রহণ চলছে।

সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে ২০টি কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন ভোবাটাররা। তবে প্রথম বারের মত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট দিতে গিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। 

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে ভোটারদের বেশ উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে সবচেয়ে বেশি উপস্থিতি ছিল নারী ভোটারদের। 

এদিকে, হবিগঞ্জ পৌরসভার উমেদনগর এলাকায় বিভিন্ন ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এ ভোট দিতে গিয়ে ফিঙ্গারিং সমস্যা হওয়ার খবর পাওয়া গেছে। ফলে অনেক ভোটার ভোট প্রয়োগ না করেই ভোটকেন্দ্র ছাড়তে বাধ্য হচ্ছেন।

জানা যায়, উমেদনগর এলাকার অধিকাংশ নাগরিকই শ্রমজীবী। নিয়মিত বিভিন্ন কাজে নিয়োজিত থাকতে হয় তাদের। যার ফলে অনেক নারী-পুরুষ ভোটারের আঙ্গুলের ফিঙ্গারিং নষ্ট হয়ে গেছে। এতে করে ভোটিং মেশিনে ফিঙ্গারিং ধরা পরছে না। যার কারণে অনেক ভোটারই ভোট না দিয়ে ফিরে যেতে দেখা গেছে। তবে ভোটার আইডি কার্ড নিয়ে আসলে ভোট দিতে পারবেন বলে জানা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। 

এ ব্যাপারে উমেদনগর টাইটেল মাদ্রাসা কেন্দ্রের পোলিং কর্মকর্তা খন্দকার হারুনুর রশিদ জানান, অনেক ভোটারের ফিঙ্গার ভোটিং মেশিনে ধরা না পরায় ভোটারদের ভোট দিতে একটু সমস্যা হচ্ছে। তবে পরবর্তীতে তারা ভোটার আইডি কার্ড নিয়ে এসে ভোট দিচ্ছেন।

কেএসটি