• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০১৯, ১০:০৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০১৯, ১০:০৪ পিএম

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন

গ্যাসের অযৌক্তিক মূল্য বৃদ্ধি ও বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন করেছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুরে সিপিবি জেলা শাখার আয়োজনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা গ্যাসের মূল্য বৃদ্ধি বন্ধ এবং বিদ্যুতের প্রিপেইড মিটার লাগানো বন্ধের দাবি জানান।

মানিকগঞ্জ জেলা শাখার সম্পাদকমণ্ডলীর সদস্য প্রফেসর আবুল ইসলাম শিকদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সদস্য মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজহারুল ইসলাম আরজু, জেলা শাখার সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আরশেদ আলী, সদর উপজেলা শাখার সভাপতি আশরাফ সিদ্দিকী, সিঙ্গাইর উপজেলা শাখার সভাপতি নাসির উদ্দিন, কৃষক সমিতির জেলা শাখার সহসভাপতি সেতুয়ার হোসেন খান প্রমুখ।

এনআই

আরও পড়ুন