• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৫, ২০১৯, ০৩:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ৫, ২০১৯, ০৩:৫০ পিএম

নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁয় ৩৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী মোসা. মধু বেগমকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সে গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী। 

শুক্রবার (৫ জুলাই) দুপুরে পুলিশ লাইনে, পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম এক সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কয়েকজন মাদক ব্যবসায়ী মান্দার ফেরিঘাটে মাদবদ্রব্য ফেন্সিডিল নিয়ে ঢাকা যাওয়ার জন্য অবস্থান করছিল। ডিবির ওসি সামসুদ্দিনের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বুধবার সকালে মান্দায় এলাকায় অভিযান চালিয়ে ফেরিঘাট এলাকা থেকে ৩টি নীল রঙের জারকিনের মধ্যে অভিনব কায়দায় রাখা ৩৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ৩ জনের দেয়া তথ্য মোতাবেক গাজীপুর জেলার জয়দেবপুর থানার লক্ষীপুরা গ্রামের আবুল হোসেনের স্ত্রী মোসা. মধু বেগমকে বৃহস্পতিবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। সে দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা করে আসছিল বলে পুলিশের নিকট স্বীকার করেছে। সে এই মাদক ব্যবসা করে একটি টিন সেড, একটি ৩ তলা ও একটি ৪ তলা পাকা বাড়ি নির্মাণ করেছে বলে এলাকাবাসীরা জানান। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কেএসটি