• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ০৯:১৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ০৯:২৮ এএম

দুর্গাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বিচারিক কাজ

দুর্গাপুরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে বিচারিক কাজ

নেত্রকোনার দুর্গাপুরে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও অতিরিক্ত সহাকারী জজ আদালতের কার্যক্রম চলছে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ ভবনে।

সম্প্রতি, এ আদালতের সিনিয়র আইনজীবী মানেশ চন্দ্র সাহা বলেন, কয়েক বছর ধরেই এ আদালত ভবনটি খুবই জরাজীর্ণ হয়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই এখানকার ছাদ চুঁয়ে পানি পড়ে। ছাদ থেকে প্রায়শই খসে পড়ে আস্তর। এতে ঘটছে বিভিন্ন দুর্ঘটনা। তিনি আরো বলেন, ১৯৮৫ সালে এ ভবন নির্মাণ করা হয়েছিল। তখন, নির্মাণ কাজে অনিয়ম হওয়ায় এখনই ভবনটির এ অবস্থা হয়েছে। নতুন ভবন না করা হলে এখানে বিচারিক কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এ নিয়ে নেত্রকোনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাহাদুর আলী জানান, গত দু’বছর পূর্বে  সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এসে ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের নির্দেশ দিয়েছেন। কিন্তু অর্থ বরাদ্দের অভাবে এ নির্দেশ এখনো বাস্তবায়ন হচ্ছে না।

কেএসটি