• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৮, ২০১৯, ১১:৪৩ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৮, ২০১৯, ১১:৪৩ এএম

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে চার মহিষের মৃত্যু

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে চার মহিষের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের নর্তন বিলেরবন এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারটি মহিষ মারা যায়। স্থানীয়দের দাবি, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

রোববার (৭ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায় মহিষগুলো পচে দুর্গন্ধ ছড়াচ্ছে। গত শনিবার (৬ জুলাই) ছিঁড়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে মহিষগুলো মারা যায়।

এলাকাবাসী জানায়, রাউৎগাঁও ইউনিয়নের বাগাজুরা গ্রামের বাসিন্দা আকাই মিয়ার চারটি মহিষ বিলেরবন এলাকার একটি জমিতে চরে বেড়াচ্ছিল। ওই জমির ওপর দিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুতের লাইন টানানো। শনিবার বিকাল পাঁচটার দিকে বাতাসে লাইনের একটি তার ছিঁড়ে নিচে পড়ে। এ সময় চারটি মহিষ এটিতে জড়িয়ে পড়ে। এর পর পরই সেগুলো মারা যায়। পরে স্থানীয় লোকজন বিষয়টি পিডিবির কর্মকর্তাদের জানালে ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়। মহিষগুলোর মালিক আকাই মিয়ার বাড়ি একই ইউনিয়নের বাগাজুরা গ্রামে। 

আকাই মিয়া বলেন, মহিষগুলো মারা যাওয়ায় তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়ে গেছে। 

পিডিবির কুলাউড়া বিক্রয়, বিতরণ ও সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী শামস ই আরেফিন বলেন, মহিষের মালিকসহ এলাকার কিছু লোক শনিবার রাতে তার কাছে গিয়েছিলেন। ক্ষতিপূরণের জন্য মালিককে আবেদন করতে বলেছেন। এক্ষেত্রে তাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। 


টিএফ