• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১২, ২০১৯, ০৬:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১২, ২০১৯, ০৬:২৫ পিএম

সাতক্ষীরায় ইউপি উপনির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী

সাতক্ষীরায় ইউপি উপনির্বাচনে বিএনপির প্রার্থী জয়ী
বিজয়ী চেয়ারম্যান আলহাজ মো. আব্দুর রউফ - ছবি : জাগরণ

সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ৫টি কেন্দ্রে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে চেয়ারম্যান পদে পুনরায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে এই ৫টি কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হয়। আগের ৪টি কেন্দ্রসহ সব মিলিয়ে মোট ৯টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে ১০ হাজার ১৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে মোট ৯টি কেন্দ্রের মধ্যে চারটি কেন্দ্রে সুষ্ঠুভাবে নির্বাচন হলেও বাকি ৫টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে নির্বাচন বাতিল করা হয়। এই ৫টি কেন্দ্রে মোট ভোটার ৯ হাজার ২২১ জন। এর মধ্যে পুরুষ ৪ হাজার ৫৯৭ জন ও মহিলা ৪ হাজার ৩৩৪জন।

ভোট গ্রহণ শেষে এই ৫টি কেন্দ্রের মধ্যে আলীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে নৌকা প্রতীক পেয়েছে ১৩৬ ভোট, ধানের শীষ প্রতীক পেয়েছে ৭১৬ ভোট, আলীপুর সেন্ট্রাল প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ৭৮৯ ভোট, ধানের শীষ পেয়েছে ৫৩৮ ভোট, আলীপুর দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৬০ ভোট, ধানের শীষ পেয়েছে ১০১৩ ভোট, বুলারাটি স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে নৌকা পেয়েছে ১৭৫ ভোট, ধানের শীষ পেয়েছে ১০৫৭ ভোট ও দক্ষিণ আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৌকা পেয়েছে ১৩৬ ভোট এবং ধানের শীষ প্রতীক পেয়েছে ৭৪৪ ভোট। ৫টি কেন্দ্রে কাস্টিং ভোটের মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ৪ হাজার ৬৫ ভোট এবং নৌকা প্রতীক পেয়েছে ১ হাজার ৩৮৫ ভোট।

আগের ৪টি কেন্দ্রসহ মোট ৯টি কেন্দ্রে বিএনপির প্রার্থী আলহাজ মো. আব্দুর রউফ ধানের শীষ প্রতীক নিয়ে ১০ হাজার ১৩৮ ভোট পেয়ে বেসরকারিভাবে আলীপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মশিউর রহমান ময়ূর নৌকা প্রতীক নিয়ে ৩ হাজার ১০৭ ভোট পান।

জেলা নির্বাচন অফিসার নাজমুল হোসেন জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এনআই

আরও পড়ুন