• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৩, ২০১৯, ০৯:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৩, ২০১৯, ০৯:৪৪ পিএম

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ শ্রমিকের মৃত্যু

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহ আলম (৩২) ও রবিউল ইসলাম (৩১) নামের দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। জেলার শেরপুর উপজেলার পৌর শহরের সান্যালপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। তারা দুজনই দুই পাইপ ফিটিংয়ের কাজে নিয়োজিত ছিলেন।

শাহ আলম ওই উপজেলার কুসুম্বি ইউনিয়নের চকপোঁতা গ্রামের আব্দুল ছালামের ছেলে ও রবিউল ইসলাম খানপুর ইউনিয়নের খাগা আশ্রমপাড়া গ্রামের চান্দু সরকারের ছেলে।

জানা গেছে, শনিবার (১৩ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে শেরপুর পৌর শহরের সান্যালপাড়া এলাকায় মোস্তফা খন্দকার ছেলে ইমরুল খন্দকারের বাড়িতে স্টিলের পাইপ ফিটিংয়ের কাজ করছিল। নিচ থেকে তিন তলায় পাইপ ওঠানোর সময় বিদ্যুতের তারের সাথে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে শেরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিদ্যুতের তারে জড়িয়ে দুজনের মৃত্যু হয়েছে। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনআই

আরও পড়ুন