• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৪, ২০১৯, ০৯:২৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৪, ২০১৯, ০৯:২৫ পিএম

জকিগঞ্জে কামাল হত্যা মামলায় সৎভাইয়ের ফাঁসি

জকিগঞ্জে কামাল হত্যা মামলায় সৎভাইয়ের ফাঁসি
কামাল হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত সৎভাই জাকির - ছবি : জাগরণ

সিলেটের জকিগঞ্জ পৌর শহরে থাকা লাকি হোটেলের স্বত্বাধিকারী কামাল আহমদ হত্যা মামলার রায়ে সৎভাই জাকির হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ৫ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

রোববার (১৪ জুলাই) দুপুরে আসামির উপস্থিতিতে সিলেটের অতিরিক্ত দায়রা জজ আদালত ১ম এর বিচারক মো. আমিরুল ইসলাম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, ২০১৭ সালের ৩০ আগস্ট জাকির হোসেনের হাতে খুন হন জকিগঞ্জ পৌর শহরে থাকা লাকি হোটেলের স্বত্বাধিকারী কামাল আহমদ। পরদিন তার স্ত্রী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত রোববার রায় প্রদান করেন। আদালতের এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। রায়ের পরপর নিহতের ছেলে মাহি উদ্দিন (১৭) বলেন, ‘আমরা অনেক খুশি। বাবাকে ঘরের ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমরা অপেক্ষায় ছিলাম ন্যায়বিচারের। আমরা রায় পেয়েছি। এ জন্য আমরা সন্তুষ্ট।’ এ সময় নিহতের স্ত্রী মামলার বাদী জান্নাতুল ফেরদৌস বলেন, ‘আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। এখন যত দ্রুত রায় কার্যকর হবে আমরা তত খুশি হব।’

রাষ্ট্রপক্ষে এপিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, বাদীপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট প্রসেঞ্জিত দাশ ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সুশীল দাস। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, মেয়ে নিদাউল জান্নাত নিদা, জিনানুল জান্নাত নিহা, নিহতের শ্যালক ফেরদৌস মাহবুব।

এর আগে ২০১৭ সালের ৩০ আগস্ট জকিগঞ্জ পৌর শহরে থাকা লাকি হোটেলের স্বত্বাধিকারী কামাল আহমদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে তার সৎভাই। এ ঘটনার পর নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস রাহেনা জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

এনআই

আরও পড়ুন