• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৫, ২০১৯, ০৭:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৫, ২০১৯, ০৯:০৮ পিএম

ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত

ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত

ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ট্রেনের ধাক্কায় বর-কনেসহ মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন।

সোমবার (১৫ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী এলাকার অরক্ষিত রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পদ্মা এক্সপ্রেস ট্রেন অরক্ষিত ওই রেল ক্রসিং অতিক্রম করছিল। এ সময় বরযাত্রীবাহী মাইক্রোবাসটিও ক্রসিং অতিক্রম করতে গেলে ট্রেনটি ধাক্কা দেয়। এতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

উল্লাপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন এতথ্য নিশ্চিত করে বলেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধার করে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে

নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া গ্রামের আলতাফ হোসেন (৫৫) ও তার ছেলে আজম (২২) ও কামারখন্দের জামতৈল গ্রামের মন্টু সেখের ছেলে মাইক্রোচালক স্বাধীন (২৮)।

একেএস/কেএসটি