• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৩, ২০১৯, ০৫:১৬ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৩, ২০১৯, ০৫:১৬ পিএম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে চাঁদপুরের যুবক নিহত

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার দারিন্দা রসুলপুর গ্রামের জিয়াউর রহমান দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন।

সোমবার (২২ জুলাই) রাতে বেশ কয়েকজন সন্ত্রাসী তাকে তিনটি গুলি করে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘ ১২ বছর যাবৎ জিয়াউর রহমান দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছেন। দেশে আসার পর গত ১ মাস পূর্বে সে দক্ষিণ আফ্রিকায় যায়। ঘটনার দিন রাত ১০টায় স্ত্রী তানজিনার সাথে মোবাইলে কথাও হয়। সংসারজীবনে তার ১৮ মাস বয়সী  একটি কন্যাসন্তান রয়েছে।

স্ত্রী তানজিনা বলেন, ‘আমার স্বামীর কোনো শত্রু নেই। তিনি পার্টনারে ওই দেশে ব্যবসা করেন। সন্ত্রাসীরা কোনো কিছু না বলে দোকানে এসে তাকে গুলি করে। আমার স্বামীর লাশ বাংলাদেশে আনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সবার সহযোগিতা কামনা করছি। আমি ও আমার কন্যা তার মুখখানা শেষবারের মতো দেখতে চাই।’

এনআই

আরও পড়ুন