• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৫, ২০১৯, ০২:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৫, ২০১৯, ০২:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন ধর্মঘট প্রত্যাহার

ব্রাহ্মণবাড়িয়ায় পরিবহন মালিক শ্রমিকদের যুক্তিসঙ্গত দাবিগুলো মেনে নেয়ায় জেলা প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে অনির্দ্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবহন মালিক-শ্রমিকদের নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের কর্মকর্তাদের বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মো. হানিফ মিয়া জানান, জেলা প্রশাসকসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে বৈঠকে আমাদের যুক্তিসঙ্গত দাবিগুলো মেনে নেয়ার আশ্বাসের প্রেক্ষিতে আমরা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছি।

জেলা প্রশাসক হায়াত উদ- খান বলেন, পরিবহন মালিক শ্রমিকদের দাবিগুলো খতিয়ে দেখে যুক্তিসঙ্গত দাবিগুলো আমরা পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছি। এর ফলে তারা ধর্মঘট প্রত্যাহার করেছে। ফলে মহাসড়ক দিয়ে সব ধরণের যান চলাচল শুরু হয়েছে।

কেএসটি

আরও পড়ুন