• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২, ২০১৯, ০২:৫২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২, ২০১৯, ০২:৫২ পিএম

ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে ধরল র‌্যাব

ক্রেতা সেজে অস্ত্র ব্যবসায়ীকে ধরল র‌্যাব
র‌্যাবের হাতে আটক অস্ত্র ব্যবসায়ী জুয়েল মিয়া - ছবি : জাগরণ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্র, গুলিসহ জুয়েল মিয়া (৩৩) নামের একজনকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (২ আগস্ট) ভোরে উপজেলার দড়িয়াকান্দি গ্রামের ইমামনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ইমামানগর এলাকার ফরিদ মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, জুয়েল দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসা, ডাকাতিসহ সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছেন। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাব ক্যাম্পের সদস্যরা ছদ্মবেশে ৩ হাজার টাকার বিনিময় তার কাছ থেকে একটি অস্ত্র ভাড়া নেওয়ার পরিকল্পনা করেন। পরিকল্পনামতো জুয়েল অস্ত্র ভাড়া দিতে ইমামনগর এলাকায় এলে র‌্যাব ১৪ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে একটি আভিযানিক দল তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতের বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনআই

আরও পড়ুন