• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ১২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ১২:৪৭ পিএম

বগুড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চালক নিহত

বগুড়ায় বিআরটিসি বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে রেজাউল ইসলাম নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টার দিকে তিনমাথায় নূর হোটেলের সামনে ওই ঘটনা ঘটে।

নিহত রেজাউল ইসলাম (৪০) নওগাঁর বদলগাজী উপজেলার হাজীপুর এলাকার মৃত ফজলুল হকের ছেলে। সে ঈদের কেনাকাটা শেষে মোটর সাইকেলযোগে বাসায় যাচ্ছিল।

জানা গেছে,ঢাকা থেকে রংপুরগামী বিআরটিসি বাস (বগুড়া ব-১১০০১৮) সামনে থাকা মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-৪৯৫৭৫৮) পিছন দিকে ধাক্কা দেয়। এতে  রেজাউল করিম গুরুতর আহত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছু সময় পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

সদর থানার এস আই খোরশেদ আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

কেএসটি

আরও পড়ুন