• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৯, ২০১৯, ০১:২৮ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৯, ২০১৯, ০১:২৮ পিএম

শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

শেবাচিমে ডেঙ্গু আক্রান্ত কৃষকের মৃত্যু

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত মজিবর রহমান মোল্লা (৫৫) নামের এক রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে তার মৃত্যু হয়। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।

মৃত মজিবর রহমান বরগুনা সদর উপজেলার চরকালোনী এলাকার হাসেম মোল্লার ছেলে। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. মো. বাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডেঙ্গু জ্বর ও ডায়েরিয়ায় আক্রান্ত মজিবর রহমান মোল্লাকে মুমূর্ষ অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টায় শেবাচিম হাসপাতালের মেডিসিন ইউনিটে ভর্তি করা হয়। চিকিৎসাধিন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।

পরিচালক বলেন, এর আগে শেবাচিম হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত আরো দু’জনের মৃত্যু হয়। এ নিয়ে এই হাসপাতালে ডেঙ্গু জ্বরে মৃত্যু হওয়া রোগীর সংখ্যা ৩ জন। তবে বরিশাল ও বরগুনা মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৫ জন।

টিএফ

আরও পড়ুন