• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১৬, ২০১৯, ০৮:৩০ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১৬, ২০১৯, ০৮:৩৫ পিএম

মিথ্যা পরিচয়ে বিয়ে, অতঃপর গণপিটুনি

মিথ্যা পরিচয়ে বিয়ে, অতঃপর গণপিটুনি

মাগুরায় সেনা সদসের মিথ্যা পরিচয়ে বিয়ে করার অভিযোগে মিলন মোল্যা (২৮) নামে এক যুবককে বৃহস্পতিবার (১৫ আগস্ট) রাতে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে সদর উপজেলার দ্বারিয়াপুর ছত্রকান্দি গ্রামবাসী। সদর থানা পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেছে। সে ফরিদপুরের মধুখালী উপজেলার দক্ষিণ চরবাগাট গ্রামের শহীদ মোল্লার ছেলে।

মাগুরা সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, আটকৃত মিলন মোল্লা বিবাহিত এবং এক সন্তানের জনক। সে সেনা সদস্যের মিথ্যা পরিচয় দিয়ে নিজেকে অবিবাহিত ও তাদের তিনতলা বাড়ি রয়েছে এমন কথা বলে সদর উপজেলার দ্বারিয়াপুর ছত্রকান্দি গ্রামের ইছহাক মোল্লার মেয়েকে সম্প্রতি সে বিয়ে করে।

বিয়ের সময় প্রতারক মিলন মেয়ের বাবাকে জানায়, সেনাবহিনীতে যোগদানের ৪ বছরের আগে বিয়ে করা নিষেধ। এ কারণে সে বিষয়টি গোপন রাখাসহ ৪ বছরের আগে মেয়েকে মিলনদের বাড়িতে নেয়া যাবে না বলে শর্ত দেয়। বিয়ের সময় সে নিজের নাম অনিক বলে জানায়। যেটি আসলে তার চাচাতো ভাইয়ের নাম। যিনি একজন সেনা সদস্য। ফলে বিয়ের আগে মেয়ের বাবা ইছহাক মোল্লা ওই নামে প্রাথমিকভাবে খোঁজ নিয়ে তথ্যের সত্যতা পান। 

অন্যদিকে বিয়ের কয়েকদিনের মাথায় মিলন ইছহাক মোল্লার কাছ থেকে টাকা ধার নিতে থাকে। এছাড়া অধিকাংশ সময় শ্বশুরবাড়িতে অবস্থান করায় এটি নিয়ে ইছহাক মোল্লার সন্দেহ হয়। বিস্তারিত খোঁজ-খবর নিতে গিয়ে মিলনের ভুয়া পরিচয়ের বিষয়টি ধরা পড়ে। এ সময় ভুক্তভোগী ইছহাক মোল্লা বিষয়টি গ্রামবাসীদের জানালে তারা বৃহস্পতিবার রাতে মিলন মোল্লাকে আটক করে গণপিটুনি দিয়ে মাগুরা থানায় খবর দেয়। 

পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।


এমএইউ

আরও পড়ুন