• ঢাকা
  • মঙ্গলবার, ২১ মে, ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৭, ২০১৯, ০১:৪২ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৭, ২০১৯, ০১:৪২ পিএম

রংপুরে ডেঙ্গুতে আরেক রোগীর মৃত্যু

রংপুরে ডেঙ্গুতে আরেক রোগীর মৃত্যু

রংপুরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরো একজন মারা গেছে। এ নিয়ে গত এক মাসে এখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩ জনে। সোমবার মধ্যরাতে মাহাতাব উদ্দিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। তার বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। তবে এ রোগে আক্রান্ত রোগির সংখ্যা কমতে শুরু করেছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের মেডিসিন বিভাগের মুখপাত্র সহযোগী অধ্যাপক ডা. আসাদুজ্জামান জানান, গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তিনি রংপুর মেডিক্যালে ভর্তি হন। প্রথমে তার অবস্থা আশংকাজনক হলে তাকে আইসিইউতে রাখা হয়। এরপর অবস্থার উন্নতি হলে মেডিক্যাল ওয়ার্ডে নিয়ে আসা হয়। সেখানে রাত ২টার দিকে তিনি মারা যান।  

বিভাগ বিভাগীয় প্রধান ডা. দেবেন্দ্র নাথ সরকার জানান, বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে মোট ২৭ জন। এর মধ্যে পুরুষ ২২, মহিলা ৪ এবং অপর ১ জন শিশু। 

কেএসটি

আরও পড়ুন