• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০৯:০৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০৯:০৩ পিএম

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন সেই বৃদ্ধ

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন সেই বৃদ্ধ
আ. ছোবাহানের হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দিচ্ছেন সমাজসেবা অফিসার শফিউল ইসলাম  -  ছবি : জাগরণ

অবশেষে বয়স্ক ভাতার কার্ড পেলেন বয়সের ভারে নুয়ে পড়া গাইবান্ধার সেই বৃদ্ধ আব্দুস ছোবাহান।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের জীবনপুর গ্রামের মৃত খান মাহমুদ মুন্সীর ছেলে (বিছানায় শয্যাশায়ী) আব্দুস ছোবাহান মুন্সী যুগের পর যুগ পেরিয়ে গেলেও পাননি কাঙ্ক্ষিত সেই বয়স্ক ভাতার কার্ড।

শনিবার (৩১ আগস্ট) বয়স্ক ভাতা কার্ড পাননি মর্মে দৈনিক জাগরণসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুস ছোবাহানের আকুতির বিষয়টি (বয়স্ক ভাতা) তুলে ধরলে তা জেলা প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টিগোচর হয়।

সেই মোতাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণের নির্দেশে রোববার (১ সেপ্টেম্বর) বিকাল ৩টার সময় উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম মণ্ডল তার বাড়িতে গিয়ে আব্দুস ছোবাহান মুন্সীর হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেন।

দ্রুততম সময়ে বয়স্ক ভাতার কার্ড পেয়ে খুশি বৃদ্ধ ও তার পরিবার।

বিছানায় শয্যাশায়ী জানার পর সমাজসেবা কর্মকর্তা বাড়িতে গিয়ে আব্দুস ছোবাহান মুন্সীর হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেয়ায় উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন গাইবান্ধাবাসী।

এনআই

আরও পড়ুন