• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০১৯, ০৩:৩১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২, ২০১৯, ০৩:৩১ পিএম

পাবনায় মোটর শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

পাবনায় মোটর শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

পাবনায় পরিবহন শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। মজুরি বৃদ্ধির দাবি মেনে নেয়ার আশ্বাসে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আলাল হোসেন জানান, চলমান আন্দোলন নিয়ে সোমবার দুপুর ২টার দিকে পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের উদ্যোগে মোটর মালিক গ্রুপ ও মোটর শ্রমিক ইউনিয়ন নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আলোচনায় শ্রমিকদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেয়া হন মালিক পক্ষ। পরে কর্মবিরতি প্রত্যাহার করে নেন পরিবহন শ্রমিকরা।

উল্লেখ্য, সরকার নির্ধারিত বর্ধিত ভাড়া দীর্ঘদিন ধরে নিলেও শ্রমিকদের তাদের মজুরি বাড়ানোর দাবি বাস্তবায়ন না করে কালক্ষেপণ করছিলেন মোটর মালিক পক্ষ। 

এ কারণে সোমবার সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন মোটর শ্রমিকরা। ফলে পাবনা থেকে ঢাকা-চট্টগ্রামসহ দুরপাল্লার কোচ এবং আভ্যন্তরীণ রুটে আঞ্চলিক বাস চলাচল বন্ধ হয়ে যায়। বিকেলের মধ্যে সব ধরনের বাস চলাচল শুরু হবে বলে জানান শ্রমিকরা।

কেএসটি

আরও পড়ুন