• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০১৯, ০১:৪৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৯, ২০১৯, ০১:৪৩ পিএম

ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যকে শ্বাসরোধে হত্যা

ঝিনাইদহে নুরুজ্জামান নামের অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যকে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে শহরের হামদহ দাসপাড়া এলাকার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নুরুজ্জামান নিজের ৩য় তলার একটি বাড়ির ২য় তলায় স্ত্রীসহ তিনি এবং ৩য় তলায় তার সন্তানেরা বসবাস করতেন। রোববার তার স্ত্রী আত্মীয় বাড়ি বেড়াতে গেলে নুরুজ্জামান বাসায় একা থাকেন। রাত ১২টার দিকে খাবার খেয়ে নুরুজ্জামান বাড়িটির ২য় তলায় ও তার ছেলে শামীম হোসেন ৩য় তলায় ঘুমাতে যান। এসময় রাতে নুরুজ্জামানকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে গলায় গামছা ও পা বাঁধা অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে স্বজনরা পুলিশের খবর দেয়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। 

কে বা কারা এবং কেন এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। তবে ঝিনাইদহ সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। নুরুজ্জামান গত ৭ মাস আগে বিজিবি থেকে অবসর গ্রহণ নেন। 

কেএসটি

আরও পড়ুন