• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৫:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৫:৫৯ পিএম

ফেনীর বস্তিতে আগুন, পুড়ে গেল ৮ পরিবারের স্বপ্ন

ফেনীর বস্তিতে আগুন, পুড়ে গেল ৮ পরিবারের স্বপ্ন
আগুনে পুড়ে ছাই মোল্লার কলোনি বস্তির ১০ ঘর  -  ছবি : জাগরণ

ফেনী শহরের মিজান পাড়াস্থ মোল্লার কলোনি নামক একটি বস্তিতে আগুনে ৮ পরিবারের ১০টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে খাবার রান্না করার সময় গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

ফেনী ফায়ার স্টেশনের ইনচার্জ তোফিকুল ইসলাম ভূঞা জানান, দুপুরে ভাত রান্না করার সময় গ্যাসের ৪টি চুলা থেকে অজ্ঞাতসারে আগুন লাগে মোল্লার কলোনিতে। এ সময় আগুনের লেলিহান শিখা বস্তির চারদিকে দ্রুত ছড়িয়ে পড়ে। কলোনিতে বসবাসরত মোল্লা, মকবুল, সোহাগ, রুবেল ও নুরজাহানের ঘরসহ ৮ পরিবারের ১০টি ঘর পুড়ে যায়।

ফায়ার স্টেশনকে দেরিতে খবর পৌঁছানোর কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ সময় বেগ পেতে হয়। পরে ফায়ার স্টেশনের ২ ইউনিটের প্রচেষ্টায় দ্রুত আগুন নিয়ন্ত্রণের কারণে আশপাশের ৪টি বহুতল ভবন আগুন থেকে রক্ষা পায়। আগুনে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।

এ সময় ভুক্তভোগী নারী নুরজাহান সাংবাদিকদের বলেন, ‘আমাদের সব স্বপ্ন শেষ। আমরা এখন কোথায় থাকব, কী খাব? খাদ্যদ্রব্য থেকে শুরু করে পোশাক, আসবাবপত্র সব পুড়ে গেছে!

এনআই

আরও পড়ুন