• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৮:০৭ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১১, ২০১৯, ০৮:০৭ পিএম

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা

খালাস পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

খালাস পেলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী  -  ছবি : জাগরণ

মাগুরায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে দায়েরকৃত মামলায় খালাস পেয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী। বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমীন এই রায় দেন।

অন্যদিকে এ রায়ে অসন্তুষ্ট বাদীপক্ষ উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। বাদীপক্ষের আইনজীবী ওয়াশিকুর রহমান কল্লোল বলেন, ‘মামলাটি দায়েরের পর আদালত লতিফ সিদ্দিকীকে সশরীরে মাগুরা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকী এ পযর্ন্ত আদালতে হাজির হননি। সে কারণে মামলার চলমান আইনগত প্রক্রিয়ায় গত ৫ আগস্ট বাদীপক্ষের সাক্ষ্য সমাপ্ত করে ৭ আগস্ট যুক্তিতর্ক শুনানি শেষে রায়ের জন্য অপেক্ষমাণ থাকে।
আইনজীবী আরো বলেন, বুধবার মাগুরার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারিক হাকিম মাহবুবা শারমীন আসামিকে খালাস প্রদানের মাধ্যমে রায় ঘোষণা করেন। এ রায়ে আমরা অসন্তুষ্ট। বাদী এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন।

প্রসঙ্গত, ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর আমেরিকার নিউইয়র্ক সিটির জ্যাকশন হাইটস হোটেলের এক অনুষ্ঠানে লতিফ সিদ্দিকী পবিত্র ইসলামের সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ (সা.), পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে অবমাননাকর ও বিতর্কিত মন্তব্য করেন। সে কারণে ২০১৪ সালের ১৬ অক্টোবর মাগুরা সদরের বগিয়া গ্রামের বাসিন্দা সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষার তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে আদালতে মামলাটি করেন।

এনআই

আরও পড়ুন