• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৮, ০৬:৩৬ পিএম

আজ নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস

আজ নন্দীগ্রাম হানাদার মুক্ত দিবস

 

বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বগুড়ার নন্দীগ্রামে পাকিস্তানি হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে নন্দীগ্রাম পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়।

এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করে। উপজেলা পরিষদ মিলনায়তনে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দুপুর ১২টায় অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব মোজাম্মেল হক।
 
আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম খান জাহাঙ্গির, শফিউল আলম ছবি, আলহাজ্ব পরেশ উল্লাহ, আনোয়ার হোসেন চৌধুরী পুটু। 

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, আকবর আলী, আব্দুল আলিমসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

সভা শেষে র‌্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।  

উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পাক-হানাদার ও রাজাকারদের হটিয়ে নন্দীগ্রাম হানাদার মুক্ত করে স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলন করেন। দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতিবছর নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয় দিবসটি।

এনএ/আরআই