• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৬:২১ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৬:২১ পিএম

শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগ

চট্টগ্রামে দুদুর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

চট্টগ্রামে দুদুর বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা
বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু - ছবি : জাগরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নুরুল আলম। বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের টক শো অনুষ্ঠানে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৪ এ মামলাটি দায়ের করা হয়।

বাদীর আইনজীবী এডিশনাল পাবলিক প্রসিকিউটর (এপিপ) নিখিল কুমার নাথ বলেন, আদালতের বিচারক জয়ন্তী রানী রায় মামলাটি রাষ্ট্রের অনুমতি নিয়ে এজাহার অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নিতে রাঙ্গুনিয়া থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, বেসরকারি টিভি চ্যানেল ডিবিসি নিউজের রাজকাহন নামক একটি টক শো অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়ে বলেন, যেভাবে ‘শেখ মুজিব বিদায় হয়েছে শেখ হাসিনাও বিদায় হবে’।

রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ওই টক শো অনুষ্ঠানটি দেখে আতঙ্কিত হওয়ার পর নেতাকর্মীদের পরামর্শে বিএনপির নেতা শামছুজ্জামান দুদুর বিরুদ্ধে ছাত্রলীগ নেতা নুরুল আলম মামলাটি দায়ের করতে বাধ্য হন বলে এজাহারে উল্লেখ করা হয়।

মামলার বাদী রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম বলেন, গত ১৬ সেপ্টেম্বর রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে ডিবিসি নিউজে রাজকাহন নামক টক শো অনুষ্ঠানটি দেখছিলাম। অনুষ্ঠানের একপর্যায়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, যেভাবে শেখ মুজিব বিদায় হয়েছে শেখ হাসিনাও বিদায় হবে'। শেখ মুজিবকে হত্যার মাধ্যমে রাষ্ট্রক্ষমতা থেকে সরিয়েছিল ঘাতকরা। তার এই উক্তি শেখ হাসিনাকে হত্যার হুমকির শামিল। তাই আমি দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে আজ (বৃহস্পতিবার) আদালতে মামলা দায়ের করি।

নুরুল আলম এই মামলার মাধ্যমে শামছুজ্জামান দুদুর গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

এনআই

আরও পড়ুন