• ঢাকা
  • রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৩:১০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২০, ২০১৯, ০৩:১০ পিএম

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সাভারে পৃথক সড়ক দুর্ঘটনায় চার ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরো ৩ জন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুরে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ দৈনিক জাগরণকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার সকালে সাভারের সদর ইউনিয়নের কমলা এলাকায় বাদল ভূইয়া (২৭) নামের এক যুবক মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন।

একই দিন ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের গেন্ডা এলাকায় দুই রিকশার সংঘর্ষে ৩ ব্যক্তি আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহীন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার মরদেহ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল থেকে উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে একই সড়কের সাভারের আমিনবাজার এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দুই ব্যক্তিকে আহত অবস্থায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের নাম আতাউর রহমান (৪৫)।

এরপর সাভারের বলিয়ারপুর এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় জীবন ইসলাম (২৫) নামের বাসের এক হেলপার আহত হয়। পরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, খবর পেয়ে সাভার মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এনআই

আরও পড়ুন