• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৫:২৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৫:২৩ পিএম

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ’লীগ কর্মীকে মারধর

প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদ করায় আ’লীগ কর্মীকে মারধর
হাসপাতালে চিকিৎসাধীন মরু মোল্লা  -  ছবি : জাগরণ

পাবনার চাটমোহরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও বর্তমান সরকারের কর্মকাণ্ড নিয়ে অশ্লীল ভাষায় সমালোচনা করার প্রতিবাদ করায় আওয়ামী লীগ কর্মী মরু মোল্লাকে মারধর করেছেন জামায়াতের কর্মী জাইদুল ইসলাম। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ধানকুনিয়া বাজারে এ ঘটনা ঘটে।

মরু মোল্লাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এলাকাবাসী সূত্র বলছে, জাইদুল ইসলাম প্রথমে মরু মোল্লার ওপর চড়াও হন। পরে তাকে মারধর করা হয়। মরু মোল্লার চিৎকারে লোকজন এগিয়ে এলে পালিয়ে যান জাইদুল। এর আগে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মরু মোল্লার সঙ্গে স্থানীয় মুক্তিযোদ্ধা আমির হামজার আলোচনাকালে কটূক্তি ও সমালোচনা করেন জাইদুল।

নিমাইচড়া ইউপির চেয়ারম্যান এএইচএম কামরুজ্জামান খোকন জানান, জাইদুল জামায়াতের একজন কর্মী। তিনি ধানকুনিয়া গ্রামের বাসিন্দা মনু মণ্ডলের ছেলে। মরু মোল্লা একই গ্রামের বাসিন্দা আবুল মোল্লার ছেলে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের একজন কর্মী।

ওসি শেখ নাসীর উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করার পর ব্যবস্থা নেব।

এনআই

আরও পড়ুন