• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৩:০৯ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৩:১০ পিএম

‘২১ সেপ্টেম্বর ছিল বশেমুরবিপ্রবির জন্য কালো দিন’

‘২১ সেপ্টেম্বর ছিল বশেমুরবিপ্রবির জন্য কালো দিন’

ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দীন এর পদত্যাগ দাবির আন্দোলনের ১১তম দিনে আবারও সংবাদ সম্মেলন করেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১১টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়৷

এ সময় শিক্ষার্থীরা বলেন, গত ২১ সেপ্টেম্বর বশেমুরবিপ্রবি বিশ্ববিদ্যালয়ের জন্য কালো দিন ছিল। সেদিন সাধারণ শিক্ষার্থীদের উপর ভিসির পেটুয়া বাহিনী হামলা চালায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ হামলায় পরিপ্রেক্ষিতে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলেও সে তদন্ত কমিটি কোনো আশানুরূপ প্রতিবেদন দিতে সক্ষম হয়নি।

শিক্ষার্থীরা আরো বলেন, তারা টানা ১১ দিন ধরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের সকল অনিয়ম, দুর্নীতি, নৈতিক স্খলন, অবৈধ ভর্তি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা গোপালগঞ্জের সাংসদ শেখ সেলিমসহ সকল শীর্ষস্থানীয় ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে তাদের দীর্ঘদিনের দাবিটি প্রধানমন্ত্রীকে অবগত করার অনুরোধ জানান।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর থেকে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে বশেমুরবিপ্রবির শিক্ষার্থীরা।

কেএসটি

আরও পড়ুন