• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৬:৪০ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৯, ২০১৯, ০৬:৪০ পিএম

রায়পুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

রায়পুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

লক্ষ্মীপুরের রায়পুরে শাহজাহান (৪২) নামের এক কৃষকের বজ্রপাতে মৃত্যু হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরঘাসিয়া গ্রামে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে।

নিহত কৃষক একই গ্রামের মৃত আলী হোসেন সর্দারের ছেলে ও তিন সন্তানের জনক।

স্থানীয় আজগর সর্দার জানান, দুপুরে কৃষক শাহজাহান চরঘাসিয়া স্কুলের উত্তর পাশে নিজ জমিতে নিড়ানির কাজ করছেন। হঠাৎ মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রপাতে তিনি মাটিতে পড়ে যান। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

হাজীমারা পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কৃষক শাহজাহানের লাশ উদ্ধার করা হয়েছে। নিহতকে পারিবারিকভাবে দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

এনআই

আরও পড়ুন