• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০১৮, ০২:১৯ পিএম

মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো ডুবি

মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো ডুবি

 

বরিশালের হিজলা উপজেলায় ঢাকাগামী ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে মেঘনায় সিমেন্ট বোঝাই কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও কর্গোতে থাকা ১২শ বস্তা সিমেন্ট ভিজে নষ্ট হয়েছে।  

শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে হিজলা উপজেলাধীন মেঘনা নদীতে এই ঘটনা ঘটে।

তবে বিকেলে কার্গো ডুবির এমন ঘটনা ঘটলেও রাত সাড়ে ৯টা পর্যন্ত এ বিষয়ে অবগত নন বিআইডব্লিউটিএ ও নৌপুলিশ কর্তৃপক্ষ।

সেভেন হর্স সিমেন্ট কোম্পানির বরিশাল রিজিওনাল ম্যানেজার হিমালয় হিমু জানান, কার্গোটি শুক্রবার সকালে ঝালকাঠির নলছিটি উপজেলার মেসার্স তালুকদার ভাণ্ডারের জন্য ১২শ ব্যাগ সেভেন হর্স সিমেন্ট নিয়ে নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসে। বিকাল পৌনে ৫টার দিকে এটি বরিশালের হিজলা উপজেলার লঞ্চ ঘাট অতিক্রম করছিলো। একই সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির ওয়াটার ওয়েজ গ্রীন লাইন ঢেউয়ে তৈরি করলে সিমেন্ট বোঝাই কার্গোটি ডুবে যায়। এসময় কার্গোতে থাকা শ্রমিকরা নদীতে ঝাঁপ দিয়ে আত্মরক্ষা করেন।

এ প্রসঙ্গে শুক্রবার রাত পৌনে ১০টার দিকে বরিশাল নৌ সদর থানার অফিসার ইন-চার্জ (ওসি) বেল্লাল হোসেন এবং হিজলা নৌ পুলিশ ফাঁড়ির আইসি (উপ-পরিদর্শক) মো. বাদলের মোবাইলফোনে যোগাযোগ করলে তারা কিছু জানেন না বলে জানান।

এ ধরণের কোনো ঘটনা জানা নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ব্যবস্থাপনা বিভাগ বরিশাল এর উপ-পরিচালক আজমল হুদা সরকার মিঠু।

এএস/বিএস