• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৬, ২০১৯, ১০:২৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৬, ২০১৯, ১০:৪২ পিএম

সাড়ম্বরে উদ্‌যাপিত হলো কুমারী পূজা

সাড়ম্বরে উদ্‌যাপিত হলো কুমারী পূজা
বাহুবলে কুমারী হিসেবে পূজিত হয়েছে সিলেটের ৯ বছর বয়সী কন্যা নমিতা চক্রবর্তী - ছবি : জাগরণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার মহা অষ্টমীতে সাড়ম্বরে উদ্‌যাপিত হলো কুমারী পূজা। রোববার (৬ অক্টোবর) সকাল থেকে এই পূজাকে কেন্দ্র করে মণ্ডপে মণ্ডপে অঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, আরতি নিবেদন করেন পূজারিরা।

মাতৃভাবে কুমারী কন্যাকে জীবন্ত প্রতিমা কল্পনা করে জগজ্জননীর উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করাই কুমারী পূজা। কুমারী পূজার মধ্য দিয়ে নারীশক্তি জাগ্রত হবে, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা।

ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে মহা অষ্টমীতে কুমারী পূজা উদ্‌যাপিত হয়েছে। সারা দেশের বিভিন্ন স্থান থেকে দৈনিক জাগরণের সংবাদদাতাদের পাঠানো খবর :

বাহুবলে কুমারী পূজা অনুষ্ঠিত

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা জানান, হবিগঞ্জের বাহুবলের মিরপুর বাজার পূজা উদ্‌যাপন পরিষদের উদ্যোগে চতুর্থবারের মতো মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার শচীঅঙ্গন ধামে এ পূজা অনুষ্ঠিত হয়। এবার কুমারী হিসেবে পূজিত হয়েছে সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৯ বছর বয়সী কন্যা শ্রীমতী নমিতা চক্রবর্তী। কুমারী শাস্ত্রমতে তার নাম রাখা হয়েছে অপরাজিতা। সে পাঠানটুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

শচীনঅঙ্গন ধামে কুমারী পূজা শেষে আলোচনা সভায় বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীসহ অন্য অতিথিরা  -  ছবি : জাগরণ

কুমারী পূজা উপলক্ষে শচীঅঙ্গন ধামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক অভিজিৎ ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো. মাহবুব আলী এমপি। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।
এছাড়া বক্তব্য দেন হবিগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক মো. জাকারিয়া, বাহুবল উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক, এসএসপি পারভেজ আলম চৌধুরী, বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল হক চৌধুরী, লামাতাশি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী টেনু প্রমুখ।

ফরিদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন খন্দকার মোশাররফ

ফরিদপুর সংবাদদাতা জানান, সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ উৎসব শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমী নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়েছে। মহা অষ্টমী পূজা উপলক্ষে রোববার (৬ অক্টোবর) বেলা ১১টা থেকে সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, অর্থ ও শাড়ি বিতরণ করেছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য, স্থানীয় সরকার বিভাগের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এমপি।

পূজার্থীদের মধ্যে অর্থ বিতরণ করছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন এমপি  -  ছবি : জাগরণ

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলীমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ঝর্না হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক মোল্লা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম রেজা, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দাকর নাজমুল হাসান লেভী, সাধারণ সম্পাদক চৌধুরী বরকত ইবনে সালাম, জেলা যুবলীগের আহ্বায়ক এইচ এম ফুয়াদ প্রমুখ।

ভালুকায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি ধনু

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের এমপি আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। রোববার (৬ অক্টোবর) তিনি সফরসঙ্গীদের নিয়ে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
মণ্ডপ পরিদর্শনকালে এমপি ধনু বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। তাই সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে একে অপরের ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মের সবাইকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

ভালুকার একটি পূজামণ্ডপ পরিদর্শন করছেন ময়মনসিংহ-১১ আসনের এমপি আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু  -  ছবি : জাগরণ

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক সাজেদা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আফতাব আহম্মেদ মাহবুব, আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, উপজেলা কৃষক লীগ সভাপতি আহসান হাবীব মোহন, ছাত্রলীগ সভাপতি মনিরুজ্জামান মামুন, সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব, উপজেলা ওলামা লীগের সাধারণ সম্পাদক মাও. মতিউর রহমান প্রমুখ।

ঈদ, পূজা ও চৈত্রসংক্রান্তি এখন সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে : বাসন্তী চাকমা এমপি

গুইমারা (খাগড়াছড়ি) সংবাদদাতা জানান, ঈদ, পূজা ও চৈত্রসংক্রান্তি এখন কোনো নির্দিষ্ট ধর্ম, জাতি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নেই, এসব ধর্মীয় আচার-অনুষ্ঠান সর্বজনীন রূপ নিয়েছে। বঙ্গবন্ধু-কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘ধর্ম যার যার উৎসব সবার’এই মন্ত্রে বাংলাদেশ আজ উজ্জীবিত বলে মন্তব্য করেছেন খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানকে নিয়ে গঠিত পার্বত্য চট্টগ্রাম আসনের মহিলা সাংসদ বাসন্তী চাকমা।

গুইমারার একটি পূজামণ্ডপে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতির নিকট আর্থিক অনুদান প্রদান করছেন বাসন্তী চাকমা এমপি   -  ছবি : জাগরণ

রোববার (৬ অক্টোবর) বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার অষ্টমীতে খাগড়াছড়ির গুইমারা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীসহ পার্বত্যবাসীকে শারদীয় শুভেচ্ছা জানান। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মেমং মারমা, গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, ইউএনও তুষার আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার অফিসার ইনচার্জ বিদ্যুৎ বড়ুয়া প্রমুখ।
এর আগে বাসন্তী চাকমা গুইমারা এসে পৌঁছলে পূজা উদ্‌যাপন কমিটি ও দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। মোমবাতি জ্বালিয়ে ও প্রণাম করে শক্তির দেবী দুর্গা প্রতিমার প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন মণ্ডপে পূজা উদ্‌যাপন কমিটির সভাপতির নিকট ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান প্রদান করেন বাসন্তী চাকমা।

চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শন করলেন সহকারী ভারতীয় হাইকমিশনার

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার চাটমোহরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগের সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রোববার (৬ অক্টোবর) দুপুর নাগাদ তিনি চাটমোহরে আসেন।

বোঁথড় চড়ক মন্দিরে রাজশাহী বিভাগীয় সহকারী ভারতীয় হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটি  -  ছবি : জাগরণ

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে মণ্ডপ ও পূজা নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। মণ্ডপগুলোর নিরাপত্তার বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। ঐতিহ্যবাহী বোঁথড় চড়ক মন্দিরে পূজার্চনাও করেন তিনি। পৌর এলাকার মন্দিরসহ উপজেলার বেশ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন শেষে বিকালে ফিরে গেছেন তিনি।
পরিদর্শনকালে মি. ভাটির সাথে ছিলেন এএসপি (চাটমোহর সার্কেল) সজীব শাহরিন, ওসি শেখ নাসীর উদ্দিন, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদের নেতারা।

এনআই

আরও পড়ুন