• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৯, ০২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৯, ২০১৯, ০২:৫৫ পিএম

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মী নিহত

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দোকান কর্মী নিহত

আশুলিয়ায় এইচ.আর ফায়ার ফাইটিং নামে একটি অগ্নিনির্বাপক দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনিস হোসেন নামে এক কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (০৯ অক্টোবর) দুপুরে সাভারের আশুলিয়ার গাজীরচট এলাকার বগাবাড়ী বাজারের একটি বিল্ডিংরে ২য় তলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত আনিস হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার কৈতলা গ্রামের ফিরোজ হোসেনের ছেলে। ফিরোজ হোসেন এইচ.আর ফায়ার ফাইটিং নামে দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

দোকানের মালিকের ছেলে হাসিবুল জানান, সকালে দোকান খোলার পর আনিস সিলিন্ডারের কাজ করছিলেন। পরে একটি সিলিন্ডারের স্ক্রুটি চাপ দিয়ে লাগাতে গিয়ে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
 
এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) আবু সাঈদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
 
কেএসটি

আরও পড়ুন