• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০১৯, ০৫:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৩, ২০১৯, ০৫:৪৫ পিএম

শ্রীমঙ্গলে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

শ্রীমঙ্গলে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে জয়নুল ইসলাম (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। র‌্যাব-৯ শ্রীমঙ্গলের স্কোয়াড কমান্ডার এ কে এম কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

রোববার (১৩ অক্টোবর) ভোর রাতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার চা-কন্যা নামক স্থানে বন্দুকযুদ্ধের এই ঘটনা ঘটে। জয়নুল ইসলাম মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার চানগ্রাম এলাকার মৃত মোস্তাকিন মিয়ার ছেলে।

র‌্যাব -৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল জব্বার বলেন, ঘটনাস্থল থেকে ১টি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, দুটি গুলির খোসা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন।

র‌্যাব-৯ শ্রীমঙ্গলের স্কোয়াড কমান্ডার এ কে এম কামরুজ্জামান জানান, গত দুই দিন আগে সিলেট থেকে আন্তজেলা ডাকাতদলের কয়েকজন সদস্যকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে রোববার ভোর চারটার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় অন্য ডাকাতদের ধরতে অভিযান চালানো হয়। তখন ডাকাতদল র‌্যাবের ওপর আক্রমণ চালায়। আত্মরক্ষায় র‌্যাব গুলি ছুড়লে ডাকাতদলের সদস্য জয়নুল ইসলাম নিহত হন এবং অন্যরা পালিয়ে যায়। এ সময় র‌্যাবের দুই সদস্য আহত হন। নিহত জয়নুল মৌলভীবাজারের বড়লেখা উপজেলার চান্দগ্রাম এলাকার মোস্তাকিন মিয়ার ছেলে। এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় মামলার প্রস্তুতি চলছে।

শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক বলেন, ‘শুনেছি বন্দুকযুদ্ধে ডাকাত নিহত হয়েছে। তবে এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। মামলা হলে বিস্তারিত জানা যাবে।’

এনআই

আরও পড়ুন