• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০১৯, ০২:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৪, ২০১৯, ০২:৪৭ পিএম

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণিসম্পদ কর্মকর্তাসহ নিহত ২

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার হাতিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার রতনপুর গ্রামের এমএম আবুল কাশেমের ছেলে এসএম রোকুনুজ্জামান (৪৮)। রোকুনুজ্জামান কালিহাতী উপজেলার উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) হিসেবে কর্মরত ছিলেন এবং অপরজন মুন্সিগঞ্জ জেলার রবিন্দ্র চন্দ্র (৫২)। জানা যায় ট্রেন লাইনের ওই ক্রসিংটি অরক্ষিত। 

এ ব্যাপারে কালিহাতী উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল্লাহ বলেন, উপজেলার আনালিয়া বাড়িতে এক ব্যক্তির গরু অসুস্থ হওয়ার খবর পেয়ে বুধবার রাত ১১টার দিকে উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণি স্বাস্থ্য) রোকুনুজ্জামান রবিন্দ্র চন্দ্র নামের ওষুধ কোম্পানির সাবেক এক প্রতিনিধিকে নিয়ে মোটরসাইকেলে যোগে রওনা হন। পথে তারা হাতিয়া এলাকায় পৌঁছালে একটি ট্রেন তাদেরকে ধাক্কা দেয়। এতে তারা ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। পরে খবর পেয়ে স্বজনরা নিহতের লাশ বাড়িতে নিয়ে যান।

তিনি আরো বলেন, রবিন্দ্র চন্দ্র একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। সম্প্রতি তিনি ওই ওষুধ কোম্পানির কাজ বাদ দিয়ে উপজেলা প্রাণি সম্পদের বিভিন্ন কাজে সহযোগিতা করতেন। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

কেএসটি

আরও পড়ুন