• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০১৯, ০৫:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৬, ২০১৯, ০৫:৪৬ পিএম

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে ছাত্রলীগের হাতাহাতি

নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে ছাত্রলীগের হাতাহাতি
ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার প্রাইভেট কার ভাঙচুর  -  ছবি : জাগরণ

হবিগঞ্জের নবীগঞ্জে কমিউনিটি পুলিশিং ডের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে ছাত্রলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। থানার হলরুমে হাতাহাতির পর বাইরে এসে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। এ সময় একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

জানা যায়, শনিবার সারা দেশের মতো নবীগঞ্জেও কমিউনিটি পুলিশিং ডের আয়োজন করে থানা পুলিশ। থানার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদ এমপি। অনুষ্ঠান চলাকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার মধ্যে সিটে বসা নিয়ে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় নেতার সমর্থকদের মধ্যে হাতাহাতির সৃষ্টি হয়। তাৎক্ষণিকভাবে এমপি গাজী মোহাম্মদ শাহ নওয়াজ মিলাদসহ উপস্থিত নেতারা বিষয়টি মীমাংসা করে দেন।

এদিকে থানার বাইরে এসে আবারও দুই পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি হয়। এ সময় ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২-৭৩৫৯) ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে।

এ ব্যাপারে শামিনুর মিয়া বলেন, ‘থানার ভেতরে ঘটনাটি নেতারা মীমাংসা করে দেন। কিন্তু বাইরে এসে ফয়ছলের নেতৃত্বে কিছু উচ্ছৃঙ্খল ছেলে আমার গাড়ি ভাঙচুর করে।’

এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বলেন, ‘আমি এই হামলার বিষয়ে কিছু জানি না। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।’

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, ‘থানার ভেতরের ঘটনাটি সেখানে শেষ করে দেয়া হয়েছে। তবে বাইরে গাড়ি ভাঙচুরের বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। তবে ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে।’

এনআই

আরও পড়ুন