• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৩১, ২০১৯, ১১:৩৩ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৩১, ২০১৯, ১২:০২ পিএম

সিরাজগঞ্জে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জে অস্ত্রসহ ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে একটি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ আবু তাহের সরকার (৫৮) নামের এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ সদস্যরা। 

গ্রেফতারকৃত মো. আবু তাহের সরকার তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের তালম মধ্যপাড়া গ্রামের মৃত আলহাজ নৈমুদ্দিন সরকারের ছেলে। সে তালম ইউনিয়ন পরিষদের সদস্য। 

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর স্পেশাল কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমান।

তিনি জানান, বুধবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাড়াশ উপজেলার তালম মধ্যপাড়ার আবু তাহের সরকারের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১টি পাইপগান, ২ রাউন্ড লেডবল কার্তুজ, ১টি দেশীয় তৈরি লোহার ছোরাসহ ইউপি সদস্য আবু তাহের সরকারকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়াও ১টি মোবাইল সেট ও ১টি সিমকার্ড উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে তাড়াশ থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। 

কেএসটি

আরও পড়ুন