• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৩, ২০১৯, ০৭:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৩, ২০১৯, ০৭:৩৩ পিএম

মৌলভীবাজারে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজারে বিদেশি পিস্তলসহ মাদক ব্যবসায়ী আটক

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকা থেকে জামিল হোসেন নামের এক অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার মধ্যরাতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল মৌলভীবাজারের শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার আলী মার্কেটে খাবার হোটেলে অভিযান পরিচালনা করে। অভিযানে হোটেল মালিক মো. জামিল হোসেন (২৫) কে আটক করে দেহ তল্লাশি করে ১টি বিদেশি লম্বা ব্যারেল পিস্তল উদ্ধার করা হয়। 
আটককৃত জামিল হোসেন সিলেটের ওসমানি নগর থানার মোস্তফাপুর গ্রামের মো. আব্দুল জলিলের পুত্র।

র‌্যাব-১৪ জানায়, শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকার লোকজনের কাছে জিজ্ঞাসাবাদে জানা যায়- আসামি মো. জামিল হোসেন দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম এবং বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। হোটেল ব্যবসার পাশাপাশি আশপাশের এলাকার মানুষকে অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম করে আসছিল। আটক আসামির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।  

কেএসটি

আরও পড়ুন