• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১২, ২০১৯, ১২:২২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১২, ২০১৯, ১২:২২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জের ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জের ৫ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় হবিগঞ্জের ৫ জন নিহত হয়েছে। এর মধ্যে ৩ জনের পরিচয় নিশ্চিত হলেও বাকি দুইজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় পাওয়া নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার মদনমোরাদ এলাকার আইয়ূব হোসেনের ছেলে আল-আমিন (৩৫), একই উপজেলার আনোয়ারপুর এলাকার মো. হাসানের ছেলে জেলা ছাত্রদলের সহ-সভাপতি আলী মো. ইউসূফ (৩৫), চুনারুঘাট উপজেলার পীরেরগাঁও এলাকার সুজন মিয়া (২৪)।

হবিগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ (অপারেশন) দৌস মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিভিন্ন সূত্রে ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও ৩ জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে আর বাকি দুজন পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতদের লাশ ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে রয়েছে।

উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ এলাকায় সোমবার (১১ নভেম্বর) রাত ৩টার দিকে দুটি ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ১৫ জন নিহত ও শতাধিক আহতের খবর পাওয়া গেছে।

কেএসটি
 

আরও পড়ুন