• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৭:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ০৭:৪৭ পিএম

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের লিডারসহ গ্রেফতার ৫

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের লিডারসহ গ্রেফতার ৫
পুলিশের হাতে গ্রেফতার কিশোর গ্যাংয়ের ৫ সদস্য  -  ছবি : জাগরণ

চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত কিশোর গ্যাংয়ের লিডার ফরিদ আহমদসহ পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে গাঁজা, ইয়াবা ও বিদেশি পিস্তলের যন্ত্রাংশ জব্দ করা হয়।

গ্রেফতারকৃত অন্যরা হলেন তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ২০ মামলার আসামি আলাউদ্দিন, তালিকাভুক্ত ছিনতাইকারী ও মাদক বিক্রেতা ইয়াকুব, মাদক ব্যবসায়ী শিমুল ও অস্ত্র ব্যবসায়ী মামুন।

শনিবার (১৬ নভেম্বর) সকালে অভিযান চালিয়ে নগরীর রানীর দিঘির পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানান কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন।

তিনি জানান, অভিযানে তাদের কাছ থেকে অস্ত্র তৈরির সরঞ্জাম স্লাইড কেস, ব্যারেল, পিস্তল গ্রিফ উইথ ট্রেগার মেকানিজমের ভাঙা অংশ, স্প্রিং, স্প্রিংবিহীন ম্যাগাজিন, পিস্তলের গ্রিফ কভার, রেত পাথর, পিস্তলের বডি লগিং পিন, অস্ত্র মেরামতের ধাতব প্লেট, ১১০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সিএমপির উপপুলিশ কমিশনার (দক্ষিণ) এস এম মেহেদী হাসান জানান, শেখ ফরিদ আহম্মদ সিআরবির জোড়া খুন মামলার তালিকাভুক্ত আসামি। অন্য আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

এনআই

আরও পড়ুন