• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৯:০৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৬, ২০১৯, ০৯:০৫ পিএম

বগুড়ায় নানা আয়োজনে নবান্ন উৎসব উদ্‌যাপিত

বগুড়ায় নানা আয়োজনে নবান্ন উৎসব উদ্‌যাপিত
নবান্ন উৎসবে বসে পিঠার স্টল  -  ছবি : জাগরণ

বগুড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্‌যাপিত হলো নবান্ন উৎসব।

চিরায়িত বাংলার ঐতিহ্য পিঠা নিয়েই বগুড়ায় দিনব্যাপী নবান্ন উৎসবের শুরু হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনগুলো পিঠার পাশাপাশি নকশিকাঁথা ও গ্রামীণ হস্তশিল্পের পসরা সাজিয়ে বসে।

শনিবার (১৬ নভেম্বর) সকালে বগুড়া সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত নবান্ন উৎসবে দিনব্যাপী অনুষ্ঠানে গ্রাম-বাংলার লাঠিখেলা, চরকি, ধান কাটার সঙ্গেই আয়োজন করা হয় পিঠা উৎসবের। পিঠা উৎসবে বিভিন্ন নামে পিঠা বানিয়ে ৩০টি স্টল সাজায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

এদিন নবান্ন উপলক্ষে ধান কাটা ও গ্রামীণ খেলাধুলারও আয়োজন করা হয়। বগুড়া সদর উপজেলা চত্বরে জাতীয় নবান্ন উৎসব উপলক্ষে বসে গ্রামীণ মেলা।

এনআই

আরও পড়ুন