• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৩:১২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৭, ২০১৯, ০৩:১২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনা 

নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারছে না কমিটি

নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারছে না কমিটি

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটি নির্ধারিত সময়ে তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে পারছে না। তিন কার্যদিবস অনুযায়ী রোববার (১৭ নভেম্বর) তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা ছিল। কিন্তু মন্দবাগ রেলওয়ে স্টেশন মাস্টার জাকের হোসেন চৌধুরী ও তূর্ণা নিশীথার লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টারের সঙ্গে এখনও কথা বলতে না পারায় তদন্ত কাজে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসন কর্তৃক গঠিত তদন্ত কমিটির প্রধান মিতু মরিয়ম।  

উল্লেখ্য, ১২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে সিলেট থেকে আসা চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে আসা ঢাকাগামী তূর্ণা নিশীথা ট্রেনের সংঘর্ষে ১৬ জন নিহত এবং শতাধিক যাত্রী আহত হয়।

কেএসটি

আরও পড়ুন