• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০১৯, ০৫:১৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১৯, ২০১৯, ০৫:১৩ পিএম

বোয়ালমারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

বোয়ালমারীতে পৃথক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪

ফরিদপুরের বোয়ালমারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আড়াই বছরের ১ শিশু নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে ৪ জন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী গ্রামে ইটবাহী একটি থ্রি-হুইলার একটি শিশুকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত শিশুর নাম তিশা। সে তেলজুড়ী গ্রামের তৈয়ব মোল্যার মেয়ে।

অন্যদিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের কানখড়দী নামক স্থানে সূর্যমুখী পরিবহনের একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে চাপা দিলে ইজিবাইক চালকসহ ৩ জন মারাত্মক আহত হন। আহতরা হলেন উপজেলা সদর ইউনিয়নের চালিনগর গ্রামের রাজিব শেখ (১৮), হালিমা বেগম (২২), হুসাইন সিকদার (৫) ও শেফালী বেগম (৩৫)। আহতরা বোয়ালমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বোয়ালমারী থানার উপপুলিশ পরিদর্শক মো. মাহামুদ জানান, দুর্ঘটনার পর বাস ও থ্রি-হুলার চালক পলাতক রয়েছে। শিশুটির লাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাধ্যমে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে, থ্রি-হুইলারটি জব্দ করা হয়েছে।

এনআই

আরও পড়ুন