• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০১৯, ১০:২৮ এএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২৮, ২০১৯, ১০:২৮ এএম

অবৈধভাবে ভারত গমনকালে দুই বাংলাদেশি আটক

অবৈধভাবে ভারত গমনকালে দুই বাংলাদেশি আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে ভারতে গমনকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। 

ঝিনাইদহ মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অতিরিক্ত পরিচালক কামরুল হাসান বুধবার (২৭ নভেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানান। 

বিজিবির হাতে আটক ব্যক্তিরা হলো- চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত এলাকার বেনীপুর গ্রামের কাউছার আলীর ছেলে উজ্জল (৩৪) এবং একই এলাকার মৃত আমেজের মন্ডলের ছেলে মিজানুর রহমান (৫৫)।

বিজিবি জানায়, ঝিনাইদাহ মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবির অধিনস্থ বেনীপুর বিওপির সদস্যরা বুধবার রাতে সীমান্ত পিলার ৬১/৯-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাঙ্গা জেলার জীবননগর সীমান্ত এলাকার বৃত্তিপাড়ার মেহগনি বাগানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে হতে গরু আনার জন্য গমনকালে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। 

আটককৃত দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার দায়ে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১ (১) (গ) ধারায় মামলা দিয়ে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।

কেএসটি

আরও পড়ুন