• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০১৯, ০৯:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১, ২০১৯, ০৯:৫৯ পিএম

কোম্পানীগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে এসআই ক্লোজড

কোম্পানীগঞ্জে ঘুষ গ্রহণের অভিযোগে এসআই ক্লোজড
পুলিশ লাইন্সে ক্লোজড হওয়া এসআই শিশির কুমার বিশ্বাস  -  ছবি : জাগরণ

আরব আমিরাতের নাগরিক আলী আহামেদ ও দুই দুবাই প্রবাসীকে হেনস্থার মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে ঘুষ গ্রহণ ও বিমানের টিকিট হাতিয়ে নেয়ার অভিযোগে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার এসআই শিশির কুমার বিশ্বাসকে নোয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে। 

রোববার (১ ডিসেম্বর) বিকেলের দিকে নোয়াখালীর পুলিশ আলমগীর হোসেন তাকে ক্লোজড করার নির্দেশ দেন। 

ভুক্তভোগীদের সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর রাতে এসআই শিশির এক প্রবাসীর বাসায় ঢুকে আরব আমিরাতের নাগরিক আলী আহামেদকে অশালীন ভাষায় গালিগালাজ করেন ও ২০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে তাদের গ্রেফতারের হুমকি দেন। পরে এসআই শিশিরকে ১২ হাজার টাকা দিলে তিনি চলে যান।

এরপর বিষয়টি জেলা পুলিশ সুপারের কাছে জানালে তিনি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মো. আবদুর রহিমকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেয়ার নির্দেশ দেন।

রোববার বিকালে তদন্তে অভিযোগের সত্যতা পেয়ে নোয়াখালীর পুলিশ সুপার অভিযুক্ত এসআইর বিরুদ্ধে ব্যবস্থা নেন।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফুর রহমান এসআই শিশির কুমার বিশ্বাসকে পুলিশ লাইনে ক্লোজ করার সত্যতা নিশ্চিত করেছেন।

এনআই

আরও পড়ুন