• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০১৯, ০৮:৪১ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ৫, ২০১৯, ০৮:৪১ পিএম

পুলিশের ভয়ে ভ্যান নিয়ে পালাতে গিয়ে চালক নিহত

পুলিশের ভয়ে ভ্যান নিয়ে পালাতে গিয়ে চালক নিহত
ভ্যানচালক ফরিদ উদ্দিন ফটিক তালুকদারের মরদেহ  -  ছবি : জাগরণ

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে পুলিশের ভয়ে ভ্যান নিয়ে পালাতে গিয়ে ট্রাকের ধাক্কায় ফরিদ উদ্দিন ফটিক তালুকদার (৫০) নামের এক ভ্যানচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের রানিনগর জামে মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ উদ্দিন ফটিক থানার পাঠধারী গ্রামের মৃত সুজাব আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মহাসড়কের পাঠধারী থেকে ভ্যান নিয়ে বোয়ালিয়া বাজারে যেতে ডিউটিরত পুলিশ তাকে ডাক দিলে ভয়ে ভ্যান নিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় নগরবাড়িগামী একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকতারুজ্জামান জানান, ওই সময় মহাসড়কে হাইওয়েতে আমাদের কোনো পুলিশ সদস্য ছিলেন না। হয়তো পুলিশ ভেবে কাউকে দেখে পালানোর সময় দুর্ঘটনাটি ঘটতে পারে।

এনআই

আরও পড়ুন