• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৯, ০৫:৩০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১১, ২০১৯, ০৫:৩০ পিএম

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাপার প্রার্থী বাবলু

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাপার প্রার্থী বাবলু
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু - ছবি : জাগরণ

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে দলের প্রার্থী হচ্ছেন। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বাবলুর প্রার্থিতা ঘোষণা করেন দলের চেয়ারম্যান জিএম কাদের।

জিএম কাদের বলেন, চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লড়বেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

জিয়াউদ্দিন আহমেদ বাবলু ২০০৮ সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে নিজ আসন চট্টগ্রাম-৬ থেকে নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে চট্টগ্রাম-৯ আসনে মহাজোট থেকে এমপি নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনে অবশ্য চট্টগ্রাম থেকে নির্বাচন করেননি বাবলু।

উল্লেখ্য, জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদলের মৃত্যুতে চট্টগ্রাম-৮ চান্দগাঁও-বোয়ালখালী আসনটি শূন্য ঘোষণা করা হয়। নতুন বছরের ১৩ জানুয়ারি আসনটির উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করে নির্বাচন কমিশন।

এনআই

আরও পড়ুন