• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০১৯, ০৪:২০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১২, ২০১৯, ০৪:২০ পিএম

খালেদা জিয়ার জামিন খারিজ

জামালপুরে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ

জামালপুরে সড়ক অবরোধ করে বিএনপির বিক্ষোভ
জামালপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করছেন বিএনপির নেতাকর্মীরা - ছবি : জাগরণ

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আবেদন হাইকোর্টে খারিজের প্রতিবাদে জামালপুরে সড়ক অবরোধ করে প্রতিবাদ সভা করেছেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুর ১টায় স্টেশন বাজার-মাদারগঞ্জ সড়ক এক ঘণ্টা অবরোধ করে নেতাকর্মীরা খালেদা জিয়ার জামিনে সরকারের হস্তক্ষেপের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলেন। এ সময় সড়কটিতে যানবহন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রতিবাদ সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, সজীব খান প্রমুখ।

বক্তারা বলেন, এই রায় ঘোষণার মধ্য দিয়ে বিচার বিভাগের প্রতি জনগণ আবারো আস্থা হারিয়ে ফেলল। সরকারের হস্তক্ষেপে ফরমায়েশি রায় আমরা মানি না। জনগণের রায় জনগণকেই আদায় করে নিতে হবে। রাজপথেই ফয়সালা হবে খালেদা জিয়া রাজবন্দী থাকবেন, নাকি রাজপথে সরকারবিরোধী আন্দোলনে মাঠে থাকবেন। 
সরকারবিরোধী দুর্বার আন্দোলন গড়ে তুলতে নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা।

এনআই

আরও পড়ুন