• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০১৮, ১১:১৭ এএম

পাবনা আ.লীগ নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও হামলা

পাবনা আ.লীগ নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও হামলা

 

পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ককটেল নিক্ষেপ ও লাঠিশোঠা নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা, কর্মী সোহেল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

শনিবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম জানান, পৌর আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচনি অফিসে আলোচনা সভা চলাকালিন কয়েকজন মোটরসাইকেল আরোহী অফিসকে লক্ষ্য করে ২টি ও কিছুটা সামনে গিয়ে আরও ২টি ককটেল বিস্ফোরন ঘটায়। একই সময় মুখ বাঁধা ২০/২৫ জন লাঠিশোঠা নিয়ে আমাদের উপর হামলা চালায়। এতে পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওমর ফারুক রানা, কর্মী সোহেল হোসেনসহ কয়েকজন আহত হয়। 

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাইদুল ইসলাম বলেন, এ হামলার পেছনে স্থানীয় বিএনপি জামায়াত জড়িত।  

এ অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল হিরোক বলেন, এসব আওয়ামী লীগের সাজানো নাটক। নিজেরাই ঘটিয়ে তার দোষ বিএনপির ঘাড়ে চাপানোর অপচেষ্টা করছে। মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি এবং বিএনপি নেতাকর্মীদের দূরে সরিয়ে রাখতে পরিকল্পিতভাবে আওয়ামী লীগ এসব করছে। 

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।  এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

এএস/