• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০১৯, ০৬:০০ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ১৭, ২০১৯, ০৬:০০ পিএম

বগুড়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার

বগুড়ায় ভ্যানচালকের লাশ উদ্ধার

খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন ঘরে, কিন্তু সকালবেলায় লাশ পাওয়া গেল জমিতে। হত্যাকাণ্ডের কারণ এখনো জানতে পারেনি পুলিশ। বাড়ি থেকে মাত্র ১০০ গজ দূরে লাশ পাওয়া যায় ফজর আলী (৫০) নামের এক ব্যক্তির। পেশায় তিনি ছিলেন ভ্যানচালক।

জেলার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রাম থেকে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফজর আলী বেটখৈর গ্রামের মৃত ময়েজ আলী শেখের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার (১৬ ডিসেম্বর) দিনভর কাজ শেষে রাতের বেলায় নিজ বাড়িতেই ঘুমিয়ে পড়েন ফজর আলী। পরের দিন সকালে লুঙ্গি ও শার্ট পরা অবস্থায় বাড়ির পাশে ১০০ গজ দূরত্বে একটি ধানের জমিতে তার লাশ পাওয়া যায়। তার শরীরে ও চোখের নিচে জখমের দাগ পাওয়া গেছে।

সীমাবাড়ি ইউপির চেয়ারম্যান গৌরদাস রায় চৌধুরী বলেন, ‘আমি লাশ দেখেছি। এটা অস্বাভাবিক মৃত্যু। ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করতে পারে।’

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির জানান, উদ্ধারকৃত ভ্যানচালকের লাশ ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে কীভাবে তার মৃত্যু হয়েছে।

এনআই

আরও পড়ুন