• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০১৯, ০৩:২৫ পিএম
সর্বশেষ আপডেট : ডিসেম্বর ২৯, ২০১৯, ০৩:২৫ পিএম

গাইবান্ধায় ইঞ্জিন থেকে যাত্রীবাহী বগি বিচ্ছিন্ন

গাইবান্ধায় ইঞ্জিন থেকে যাত্রীবাহী বগি বিচ্ছিন্ন

গাইবান্ধায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস কুপতলা নামক স্থানে ইঞ্জিন থেকে যাত্রীবাহী বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে হতাহতের ঘটনা না ঘটলেও আটকেপড়ে যাত্রীরা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার (২৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা করা লালমনি এক্সপ্রেস দ্রুতগতিতে গাইবান্ধা স্টেশনে পৌঁছার পূর্বে হঠাৎ করেই ট্রেনের ইঞ্জিন থেকে যাত্রীবাহী বগিগুলো বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা আশ্চর্যের সাথে জানান, বগিগুলো ট্রেনের হুক ভেঙে কুপতলায় দাঁড়িয়ে থাকলেও তিনটি বগিসহ ইঞ্জিন এবং চালক ঠিকই গাইবান্ধা স্টেশনে পৌঁছে যায়।

এ সময় যাত্রীসহ বগিগুলো দীর্ঘ সময় কুপতলায় আটকে থাকায় নারী, শিশু, বৃদ্ধসহ কয়েক হাজার যাত্রী চরম ভোগান্তিতে পড়ে।

এ ব্যাপারে গাইবান্ধা রেলওয়ের  ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার ধীরেন্দ্র নাথ জাগরণকে বলেন, বগির হুক ভেঙে ২০টি বগির মধ্যে ৪টি বগিসহ ইঞ্জিন গাইবান্ধা স্টেশনে পৌঁছে। ঘটনা জানতে পেরে পুনরায় ইঞ্জিন এবং বগির সংযোগ স্থাপন করা হয়েছে। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট বিলম্বে লালমনি এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশ্য রওয়ানা হয়।

কেএসটি

আরও পড়ুন